বকশীগঞ্জে জঙ্গিবিরোধী প্রচারণা

প্রচারাভিযান দলের সদস্যদের সাথে শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ। ছবি : বাংলারচিঠি ডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় সন্ত্রাস, জঙ্গীবাদ ও বাল্যবিয়ে রোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচারাভিযান সম্পন্ন হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের উদ্যোগে ২১ ও ২২ সেপ্টেম্বর চারটি শিক্ষা প্রতিষ্ঠানে এ প্রচারাভিযান চালানো হয়।

২১ সেপ্টেম্বর বকশীগঞ্জ খয়ের উদ্দিন সিনিয়র মাদরাসা ও মেরুরচর হাছেন আলী উচ্চ বিদ্যালয়ে এবং ২২ সেপ্টেম্বর বাট্টাজোড় ইউনিয়নের হাসিনা গাজী বালিকা উচ্চ বিদ্যালয় ও সদর ইউনিয়নের জিগাতলা মাহবুবা ইসলাম উচ্চ বিদ্যালয়ে প্রচারাভিযান চালানো হয়।

প্রচারাভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মোহাম্মদ তাজুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ছানোয়ার হোসেন, প্রভাষক সোহানুর রহমানসহ সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষকরা গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

প্রচারাভিযান দলের সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুইটি মোদক মনিশা জানান, বাল্যবিয়ে রোধে জনসচেতনতা বৃদ্ধির জন্য সাধারণ শিক্ষার্থীদেরকে জানানো হচ্ছে। পাশাপাশি সন্ত্রাস, জঙ্গীবাদ প্রতিরোধেও মাঠে কাজ করা হচ্ছে।