বকশীগঞ্জে কাব ক্যাম্পুরী শুরু

কাব ক্যাম্পুরী উদ্বোধন করেন ইউএনও দেওয়ান মোহাম্মদ তাজুল ইসলাম। ছবি : বাংলারচিঠি ডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় তিনদিনব্যাপী দ্বিতীয় উপজেলা কাব ক্যাম্পুরী শুরু হয়েছে। ২২ অক্টোবর বিকেলে বাংলাদেশ স্কাউটস বকশীগঞ্জ উপজেলা শাখার আয়োজনে পৌর শহরের টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট মাঠে কাব ক্যাম্পুরী উদ্বোধন করেন ক্যাম্পুরী প্রধান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মোহাম্মদ তাজুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে ক্যাম্পুরী সমন্বয়কারী ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ছানোয়ার হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা শরীফা আক্তার, উপজেলা একাডেমিক সুপারভাইজার তাহমিনা আক্তার, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা নুরুল আমিন ফোরকান, ক্যাম্পুরী সচিব মো. ফরহাদ হোসেন, উপ কর্মসূচি প্রধান বরকত আলী, আলীরপাড়া মফিজ উদ্দিন বহুমুখি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, ভাটি খেওয়ার চর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর মোহাম্মদ, জানকিপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশিদ ও কোহিনূর আদর্শ দাখিল মাদরাসার সুপার শফিউল আলমসহ স্কাউট লিডারগণ উপস্থিত ছিলেন।

এবার কাব ক্যাম্পুরীতে ১০টি প্রাথমিক বিদ্যালয়ের ৬০ জন শিক্ষার্থী অংশ নিয়েছে। ২৪ অক্টোবর কাব ক্যাম্পুরী শেষ হবে।