জামালপুরে বিএনপির কালো পতাকা প্রদর্শন

জামালপুর জেলা বিএনপির কালো পতাকা প্রদর্শন। ছবি : বাংলারচিঠি ডটকম

মাহমুদুল হাসান মুক্তা
জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম

একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাজার প্রতিবাদে কালো পতাকা প্রদর্শন করেছে জামালপুর জেলা বিএনপি। পুলিশের নিষেধাজ্ঞার কারণে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কালো পতাকা মিছিল করতে না পেরে ২১ অক্টোবর সকালে শহরের স্টেশন বাজার মোড়ে দলীয় কার্যালয়ের সামনে বিএনপি নেতা-কর্মীরা কালো পতাকা প্রদর্শন ও সমাবেশ করেছে।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি নেতা আমজাদ হোসেন, আইনজীবী মো. গোলাম নবী, শহীদুল হক খান দুলাল, লিয়াকত আলী, সফিউর রহমান সফি, রুহুল আমিন মিলন, আইনজীবী রবিউল আলম বাবলু, জিয়া পরিষদ নেতা শামীম, মৎস্যজীবীদল নেতা আব্দুল হালিম প্রমুখ।

সমাবেশে বক্তারা তারেক রহমানের সাজাকে আদালতের ফরমায়েসি রায় বলে উল্লেখ করে অবিলম্বে এ রায় প্রত্যাহারের দাবি জানান। এ সময় নেতা-কর্মীরা একযোগে কালো পতাকা প্রদর্শন করেন। সমাবেশস্থলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিল।