পূজামণ্ডপ পরিদর্শনে কৃষিমন্ত্রী মতিয়া

বক্তব্য রাখেন কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী। ছবি : বাংলারচিঠি ডটকম

শফিউল আলম লাভলু
নকলা (শেরপুর) প্রতিনিধি, বাংলারচিঠি ডটকম

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ি) আসনের সংসদ সদস্য কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী স্থানীয় প্রশাসন ও আওয়ামী লীগ নেতা-কর্মীদের উদ্দেশে বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ পূজামন্ডপের কোথাও যেন কেউ গোলযোগ না করতে পারে আপনারা অতন্ত্র প্রহরীর মত পাহারা দিবেন।

তিনি আরো বলেন, কয়েজন পুলিশ বা ডিসি ১৪৪ ধারা জারি করে বিচারক দিয়ে পৃথিবীর কোনো দেশে শান্তি এনেছে বলে তা আমার জানা নেই। আসলেই শান্তিকামী জনগণ আর শান্তিকামী মানুষই হল শান্তির প্রধান উপাদান।

১৭ অক্টোবর রাতে শেরপুরের নকলা পৌর শহরের কালিমাতা মন্দিরে পূজামন্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

এ সময় জেলা প্রশাসক আনার কলি মাহবুব, পুলিশ সুপার কাজী আশরাফুল আজিম, খামারবাড়ির উপপরিচালক আশরাফ উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান, পৌর মেয়র হাফিজুর রহমান, নকলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার মিয়া, পূজা উদযাপন কমিটির সভাপতি দেবজিৎ পোদ্দার ঝুমুর, উপজেলা আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্ধ, স্থানীয় গণমাধ্যম কর্মীসহ শতাধিক পূজারীরা উপস্থিত ছিলেন।

পরে নকলা উপজেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে এক মনোজ্ঞ নৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উল্লেখ, এ বছর উপজেলায় মোট ১৯টি মন্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে।