বেঙ্গল ট্রেডিংকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
জামালপুর, বাংলারচিঠি ডটকম

চাল পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার না করে প্লাস্টিকের মোড়ক ব্যবহার করার দায়ে জামালপুর শহরের ফায়ার সার্ভিস এলাকায় এক খাদ্য ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ১৬ অক্টোবর সকালে ভ্রাম্যমাণ আদালত এ অভিযানে নামে।

জানা গেছে, জেলা প্রশাসনের নির্বাহী হাকিম আকাশ কুমার কুন্ডুর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের একটি দল জামালপুর শহরের ফায়ার সার্ভিস এলাকায় প্রধান সড়কের পাশে খাদ্য ব্যবসায়ী রনজিত দে’র বেঙ্গল ট্রেডিংয়ে অভিযান চালান। এ সময় প্লাস্টিক পণ্যের মোড়কে চাল মজুদের অস্তিত্ব পায় ভ্রাম্যমাণ আদালত। পরে ২০১০ সালের পাটজাত পণ্যে বাধ্যতামূলক ব্যবহার (নিয়ন্ত্রণ) আইনের ১৪ ধারা লঙ্ঘনের দায়ে রনজিত দেকে ১০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী হাকিম আকাশ কুমার কুন্ডু।