জামালপুরে বাল্যবিয়ে নিরোধ দিবস পালিত

বাল্যবিয়ে নিরোধ দিবসের মানববন্ধনে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা হাকিম রাজিম কুমার সরকার। ছবি : বাংলার চিঠি ডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর॥
‘বাল্যবিয়ে রুখতে হলে, আওয়াজ তুলো দলে দলে’ এই শ্লোগানের ভিত্তিতে সারাদেশের মতো ৯ অক্টোবর জামালপুরেও পালিত হয় বাল্যবিয়ে নিরোধ দিবস। এ উপলক্ষে জামালপুর দয়াময়ী মোড়ে সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মানববন্ধন পালিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা হাকিম রাজিব কুমার সরকার। সভাপতিত্ব করেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মছিরন নেছা।

উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন বিভাগের পরিচালক জাহাঙ্গীর সেলিমের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জামালপুর প্রেসক্লাবের সভাপতি আজিজুর রহমান ডল, জেলা প্রেসক্লাবের সভাপতি এম এ জলিল, জাতীয় মহিলা সংস্থা জামালপুর জেলা শাখার চেয়ারম্যান রাশিদা ফারুকী, নারী নেত্রী লাইলী বেগম, জেলা ব্র্যাক প্রতিনিধি শফিকুল ইসলাম, অপরাজেয় বাংলাদেশ এর আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপক আশরাফুল ইসলাম, উন্নয়ন সংঘের সমাজকর্মী আরজু মিয়া, শিশু প্রতিনিধি যুবরাজ, ফারজানা, ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারের কর্মকর্তা পাপিয়া বেগম প্রমুখ।

বাল্যবিয়ে নিরোধ দিবসের মানববন্ধন। ছবি : বাংলার চিঠি ডটকম

মানববন্ধনে উন্নয়ন সংঘ, ব্র্যাক, অপরাজেয় বাংলাদেশ, জাতীয় মহিলা সংস্থা, স্বাবলম্বী উন্নয়ন সমিতি, এনসিটিএফসহ সরকারি, বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের দুই শতাধিক নারী, পুরুষ ও শিশুরা অংশ নেয়।

পরে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উভয় অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর।