নকলায় তিনদিনব্যাপী উন্নয়ন মেলা শুরু

উন্নয়ন মেলার শোভাযাত্রা বের হয়। ছবি : বাংলার চিঠি ডটকম

শফিউল আলম লাভলু, নকলা॥
শেরপুরের নকলা উপজেলায় তিনদিনব্যাপী ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা শুরু হয়েছে। দেশের উন্নয়নের চিত্র সাধারণ জনগণের কাছে তুলে ধরতে ৪ অক্টোবর সকাল থেকে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ চত্ত্বরে উন্নয়ন মেলাটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশের সাথে একযোগে উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উন্নয়ন মেলা উপলক্ষে সকালে এক শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া, উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুল আলম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ও সাধারণ সম্পদাক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, নকলা পৌরসভার মেয়র হাফিজুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার, বিএডিসি হিমাগারের উপপরিচালক রফিকুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিকবর্গ উপস্থিত ছিলেন।

এ মেলায় ৪০টি স্টল বসেছে। উদ্বোধন শেষে অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। সকাল থেকেই মেলায় সবধ রনের মানুষের ভীড় ছিল লক্ষণীয়।