সরিষাবাড়ীতে তিনদিনব্যাপী উন্নয়ন মেলা শুরু

উন্নয়ন মেলার বর্ণাঢ্য শোভাযাত্রা। ছবি : মমিনুল ইসলাম কিসমত

মমিনুল ইসলাম কিসমত, সরিষাবাড়ী॥
‘উন্নয়নের রোল মডেল, শেখ হাসিনার বাংলাদেশ’ শ্লোগানে জামালপুরের সরিষাবাড়ীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে তিনদিনব্যাপি চতুর্থ জাতীয় উন্নয়ন মেলা শুরু হয়েছে। এ উপলক্ষে ৪ অক্টোবর সকালে মুক্তিযোদ্ধা সংসদ প্রাঙ্গন থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা পৌরসভার প্রধান কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা চত্বরে আয়োজিত মেলা প্রাঙ্গনে উদ্বোধনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম আলোচনা সভায় সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার বাদশা। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) কামরুন্নাহার, সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজেদুর রহমান, বঙ্গবন্ধু সরকারি কলেজের অধ্যক্ষ মোশারফ হোসেন, পোগলদিঘা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামস উদ্দিন, উপজেলা যুবলীগের সভাপতি এ কে এম আশরাফুল ইসলাম প্রমুখ।

অতিথিরা মেলার স্টল পরিদর্শন করেন। ছবি : বাংলার চিঠি ডটকম

অনুষ্ঠানে সরকারি-বেসরকারি কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করে।

মেলায় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের ৪০টি স্টল অংশগ্রহণ করে। মেলা উপলক্ষে প্রতিদিন সকালে বিষয়ভিত্তিক আলোচনা সভা ও সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সমাপনী দিনে পুরষ্কার বিতরণ করা হবে।