জামালপুরে ধূমপায়ীকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, জামালপুর॥
জামালপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে ১৯ সেপ্টেম্বর দুপুরে প্রকাশ্যে ধূমপানের অপরাধে এক ব্যক্তিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসনের নির্বাহী হাকিম মো. মেহেদী হাসান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। জেলা প্রশাসনের এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, জামালপুর সিভিল সার্জনের কার্যালয়ের জুনিয়র স্বাস্থ্য কর্মকর্তার অভিযোগে নির্বাহী হাকিম মো. মেহেদী হাসান ১৯ সেপ্টেম্বর দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের চত্বরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় জনসম্মুখে প্রকাশ্যে ধূমপান করার অপরাধে ২০০৫ সালের ধূমপান ও তামাকজাত পণ্য নিয়ন্ত্রণ আইনের ৪(১) ধারায় জামালপুর পৌরসভার বজ্রাপুর গ্রামের মৃত তোরাপ আলীর ছেলে মো. আনিসুর রহমানকে ২০০ টাকা জরিমানা করা হয়। জামালপুর সদর থানার পুলিশ এ অভিযানে অংশ নেয়।