জামালপুর জেলা বিএনপির গণসমাবেশ

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জামালপুর জেলা বিএনপি আয়োজিত গণসমাবেশ। ছবি : মাহমুদুল হাসান মুক্তা

নিজস্ব প্রতিবেদক, জামালপুর॥
জামালপুরে বিএনপির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১ সেপ্টেম্বর দুপুরে শহরের স্টেশন বাজার মোড়ে দলীয় কার্যালয়ের সামনে জেলা বিএনপি এ সমাবেশের আয়োজন করে।

কেন্দ্রীয় বিএনপি’র ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আইনজীবী শাহ মো. ওয়ারেছ আলী মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত গণসমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপি নেতা শহিদুল হক খান দুলাল, শফিউর রহমান, লোকমান আহমেদ লোটন, আনিছুর রহমান বিপ্লব, খন্দকার আহসানুজ্জামান রুমেল, জেলা যুবদলের সভাপতি ফিরোজ মিয়া, জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি শফিকুল ইসলাম খান সজিব, জেলা মৎস্যজীবী দলের সভাপতি আব্দুল হালিম, জেলা ছাত্রদল সভাপতি সোহেল রানা প্রমুখ।

সমাবেশে বক্তারা অবিলম্বে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও নিরপেক্ষ নির্বাচনের অধীনে নির্বাচনের দাবি না মানা হলে কঠোর আন্দোলনে যাওয়ার হুশিয়ারি দেন। সমাবেশে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।

সভায় বক্তব্য রাখেন মেলান্দহ উপজেলা বিএনপির সভাপতি মো. মোস্তাফিজুর রহমান বাবুল। ছবি : বাংলার চিঠি ডটকম

বিএনপির ৪০তম প্রাতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে মেলান্দহ উপজেলা ও পৌর বিএনপির যৌথ আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ- সম্পাদক ও মেলান্দহ উপজেলা বিএনপির সভাপতি মো. মোস্তাফিজুর রহমান বাবুলের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম রফিকুল ইসলাম রহিমের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন রাখেন মেলান্দহ পৌর বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি আব্দুস সালাম মোল্লা, উপজেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্মসাধারণ সম্পাদক নুরুল আলম সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক ফজলুল কাদের হেলাল, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিনহাজ উদ্দীন মিনাল কমিশনার প্রমুখ। আলোচনা সভায় বিভিন্ন ইউনিয়নের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।