সরিষাবাড়ীতে জাতীয় গ্রিডের সৌরবিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে বিদ্যুৎ প্রতিমন্ত্রী

সরিষাবাড়ীর সৌরবিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করেন বিদ্যুৎ, জ্বালানী ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। ছবি : বাংলার চিঠি ডটকম

মমিনুল ইসলাম কিসমত, সরিষাবাড়ী ॥
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার শিমলাপল্লী এলাকায় স্থাপিত দেশের প্রথম জাতীয় গ্রিডে সংযুক্ত সৌরবিদ্যুৎকেন্দ্র ‘এনগ্রিন সরিষাবাড়ী সোলার প্ল্যান্ট লিমিটেড’ ৩১ জুলাই বিকেলে বিদ্যুৎ, জ্বালানী ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ পরিদর্শন করেছেন।

প্রতিমন্ত্রী সৌরবিদ্যুৎকেন্দ্রের বিভিন্ন কার্যক্রম ঘুরে ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে কথা বলেন।

এ সময় পিডিবি’র প্রধান প্রকৌশলী এ বি এম আব্দুল্লাহ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী চন্দন সুত্রধর, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ফিরোজ আল মামুন, নির্বাহী হাকিম মেহেদি হাসান, স্থানীয় পিডিবি’র নির্বাহী প্রকৌশলী মোফাজ্জল হোসেন, পল্লীবিদ্যুতের মহাব্যবস্থাপক (জিএম) গোলাম মোস্তফা, এনগ্রীণ সোলার প্ল্যান্ট এর পরিচালক (অপারেশন) গোলাম মোস্তফা প্রমুখ উপস্থিত ছিলেন।