ড্রাইভিং লাইসেন্সবিহীন তিনজন চালককে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, জামালপুর ॥
জামালপুর শহরের চন্দ্রাঘুন্টি ও জেলখানা মোড় এলাকায় অভিযান চালিয়ে লাইসেন্সবিহীন গাড়ি চালানোর অভিযোগে তিনজন চালককে ১ হাজার ২০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ২৬ জুলাই জেলা প্রশাসনের নির্বাহী হাকিম মো. আব্দুল্লাহ আল রনী এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

জানা গেছে, নির্বাহী হাকিম মো. আব্দুল্লাহ আল রনী ২৬ জুলাই দুপুরে জামালপুর শহরের চন্দ্রাঘুন্টি ও জেলখানা মোড় এলাকায় অভিযান চালান। এ সময় তিনি লাইসেন্সবিহীন গাড়ি চালানোর অভিযোগে তিনজন চালককে ১৯৮৩ সালের মোটরযান অধ্যাদেশ ১৩৭ ও ১৩১ ধারায় ১ হাজার ২০০ টাকা জরিমানা করেন। জরিমানায় দণ্ডিত গাড়িচালকরা হলেন মেলান্দহ উপজেলার দাগী গ্রামের মৃত মিয়ার উদ্দিনের ছেলে মো. সাইফুল, জামালপুর পৌরসভার পাথালিয়া গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে মো. আকাশ ও বনপাড়া গ্রামের আবু শহীদের ছেলে মো. জুয়েল। বিআরটিএ জামালপুরের একজন পরিদর্শক ও জামালপুর সদর থানার পুলিশ এ অভিযানে অংশ নেয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম মো. আব্দুল্লাহ আল রনী এ অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।