ঢাকা ০২:১৭ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হেফাজতে ইসলামের বিক্ষোভ সমাবেশ মিছিল বাংলাদেশ পুনর্গঠনে ড. ইউনূসকে সব ধরনের সহায়তার আশ্বাস কাতারের প্রধানমন্ত্রীর প্রবাসীদের সহযোগিতায় দেশের অর্থনীতি আবার ঘুরে দাঁড়াতে পেরেছে : প্রধান উপদেষ্টা সিঙ্গেল ইউজ প্লাস্টিকমুক্ত হোটেলকে পুরস্কৃত করবে সরকার : পরিবেশ উপদেষ্টা অবৈধ অভিবাসন রোধ ও পুলিশের সামর্থ্য বাড়াতে সহযোগিতা করবে ইতালি : স্বরাষ্ট্র উপদেষ্টা ইসরাইল পুড়ছে ভয়াবহ দাবানলে শক্তিশালী ভূমিকম্পের পর ১৮৫ বার আফটারশক তুরস্কে! এ বছর হচ্ছে না সাফ চ্যাম্পিয়নশীপ পানি আটকানো ‘যুদ্ধ ঘোষণার’ শামিল : পাকিস্তান জামালপুরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মতবিনিময় সভা অনুষ্ঠিত

জামালপুরে গৃহকর্মীদের অধিকার উন্নয়নে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

জামালপুর : সভায় বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কামরুন্নাহার। ছবি : বাংলারচিঠিডটকম

সমাজের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী গৃহকর্মীদের সম্মান, মর্যাদা এবং অধিকার উন্নয়নে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। ২১ জানুয়ারি মঙ্গলবার জামালপুর পৌরসভার বামুনপাড়া উদয়ন ক্লাবে উন্নয়ন সংঘের স্ট্রেনদেনিং ক্যাপাসিটি এন্ড রাইটস ইনিসিয়েটিভ থ্রো প্রোমোশন অফ টেকনোলজিস্ট (স্ক্রিপ্ট) প্রকল্পের আওতায় এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কামরুন্নাহার। তিনি বলেন, গৃহকর্মীদের অধিকার সুরক্ষায় সরকার নীতিমালা তৈরি করেছে। সরকারের পাশাপাশি উন্নয়ন সংঘ ও বিএসআরএমএর মতো বেসরকারি প্রতিষ্ঠানগুলো এগিয়ে আসলে নীতিমালা বাস্তবায়নসহ গৃহকর্মী, হিজড়া ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জীবনের ইতিবাচক পরিবর্তনে লাগসই ভূমিকা তৈরি হবে।

সভায় সভাপতিত্ব করেন উন্নয়ন সংঘের নির্বাহী পরিচালক মো. রফিকুল আলম মোল্লা। দেশের সর্ববৃহৎ স্টিল কোম্পানি বিএসআরএম এর আর্থিক সহায়তায় অনুষ্ঠিত সভাটি সঞ্চালনা করেন উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম।

জামালপুর : সভায় বক্তব্য রাখেন উন্নয়ন সংঘের নির্বাহী পরিচালক মো. রফিকুল আলম মোল্লা। ছবি : বাংলারচিঠিডটকম

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উন্নয়ন সংঘের স্ক্রিপ্ট প্রকল্পের ব্যবস্থাপক লিটন সরকার, তিরুথা সত্যপীর উচ্চ বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক আবুল কালাম আজাদ, বামুনপাড়া মসজিদের ইমাম মোজাম্মেল হোসেন, উদয়ন ক্লাবের সভাপতি মেহেদী হাসান, গৃহকর্মী হজিরন ও ছাত্রী মারিয়া প্রমুখ।

সভা সূত্র জানায়, স্ক্রিপ্ট প্রকল্পের আওতায় গৃহকর্মী, হিজড়া জনগোষ্ঠী, বিপদাপন্ন, নারী, শিশু-কিশোর, কিশোরীদের অধিকার, আত্মকর্মসংস্থান, কারিগরি দক্ষতা উন্নয়ন, সামাজিক ও মানবিক সচেতনতা সৃষ্টি করাসহ উন্নয়নের মূল স্রোতধারায় সম্পৃক্ত করতে বহুমাত্রিক কার্যক্রম শুরু হয়েছে। প্রকল্পটি জামালপুর ও শেরপুর জেলার উল্লেখিত জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে কার্যক্রম চলছে।

সভায় উপস্থিত কমিউনিটির বিভিন্ন শ্রেণি, পেশার মানুষ অংশ নিয়ে বিভিন্ন মতামত দেন।

জনপ্রিয় সংবাদ

হেফাজতে ইসলামের বিক্ষোভ সমাবেশ মিছিল

জামালপুরে গৃহকর্মীদের অধিকার উন্নয়নে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

আপডেট সময় ০৭:৫২:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫

সমাজের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী গৃহকর্মীদের সম্মান, মর্যাদা এবং অধিকার উন্নয়নে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। ২১ জানুয়ারি মঙ্গলবার জামালপুর পৌরসভার বামুনপাড়া উদয়ন ক্লাবে উন্নয়ন সংঘের স্ট্রেনদেনিং ক্যাপাসিটি এন্ড রাইটস ইনিসিয়েটিভ থ্রো প্রোমোশন অফ টেকনোলজিস্ট (স্ক্রিপ্ট) প্রকল্পের আওতায় এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কামরুন্নাহার। তিনি বলেন, গৃহকর্মীদের অধিকার সুরক্ষায় সরকার নীতিমালা তৈরি করেছে। সরকারের পাশাপাশি উন্নয়ন সংঘ ও বিএসআরএমএর মতো বেসরকারি প্রতিষ্ঠানগুলো এগিয়ে আসলে নীতিমালা বাস্তবায়নসহ গৃহকর্মী, হিজড়া ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জীবনের ইতিবাচক পরিবর্তনে লাগসই ভূমিকা তৈরি হবে।

সভায় সভাপতিত্ব করেন উন্নয়ন সংঘের নির্বাহী পরিচালক মো. রফিকুল আলম মোল্লা। দেশের সর্ববৃহৎ স্টিল কোম্পানি বিএসআরএম এর আর্থিক সহায়তায় অনুষ্ঠিত সভাটি সঞ্চালনা করেন উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম।

জামালপুর : সভায় বক্তব্য রাখেন উন্নয়ন সংঘের নির্বাহী পরিচালক মো. রফিকুল আলম মোল্লা। ছবি : বাংলারচিঠিডটকম

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উন্নয়ন সংঘের স্ক্রিপ্ট প্রকল্পের ব্যবস্থাপক লিটন সরকার, তিরুথা সত্যপীর উচ্চ বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক আবুল কালাম আজাদ, বামুনপাড়া মসজিদের ইমাম মোজাম্মেল হোসেন, উদয়ন ক্লাবের সভাপতি মেহেদী হাসান, গৃহকর্মী হজিরন ও ছাত্রী মারিয়া প্রমুখ।

সভা সূত্র জানায়, স্ক্রিপ্ট প্রকল্পের আওতায় গৃহকর্মী, হিজড়া জনগোষ্ঠী, বিপদাপন্ন, নারী, শিশু-কিশোর, কিশোরীদের অধিকার, আত্মকর্মসংস্থান, কারিগরি দক্ষতা উন্নয়ন, সামাজিক ও মানবিক সচেতনতা সৃষ্টি করাসহ উন্নয়নের মূল স্রোতধারায় সম্পৃক্ত করতে বহুমাত্রিক কার্যক্রম শুরু হয়েছে। প্রকল্পটি জামালপুর ও শেরপুর জেলার উল্লেখিত জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে কার্যক্রম চলছে।

সভায় উপস্থিত কমিউনিটির বিভিন্ন শ্রেণি, পেশার মানুষ অংশ নিয়ে বিভিন্ন মতামত দেন।