ঢাকা ০৭:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ১৪ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

শত্রুতার জেরে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলন লিখিত বক্তব্য রাখেন ভুক্তভোগী শিক্ষার্থী আল রাফি হাসান। ছবি: বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুরে  পূর্ব শত্রুতার জেরে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেজ এন্ড টেকনোলজিতে অধ্যায়নরত শিক্ষার্থীর উপর হামলা ও ফোনে হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী শিক্ষার্থী ও তার পরিবার।

১৫ অক্টোবর মঙ্গলবার পৌর শহরের মৌজাজাল্লা গ্রামের মাহবুবুর আলমের ছেলে আল রাফি হাসান ও তার পরিবার নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করেন।

সম্মেলনে অভিযোগ করে বলেন, পূজার ছুটিতে ভার্সিটি থেকে বাড়িতে আসি। গত ১৩ অক্টোবর ব্রহ্মপুত্র ট্রেনযোগে ঢাকায় ভার্সিটিতে যাওয়ার পথে জামালপুর রেলওয়ে স্টেশনে ট্রেন পৌছা মাত্র পূর্ব শত্রু তার জেরে পরিকল্পিতভাবে উপজেলা পাথর্শী ইউনিয়নের ঢেংগারগড় গ্রামের নুরল ইসলাম নবাবের ছেলে মুসাব্বির মিথুনের নেতৃত্বে ৫/৬ জন আমাকে মেরে ফেলার উদ্দেশ্যে অতর্কিত হামলা করে। এ সময় আমার গলায় রক্ত দেখে ট্রেনে থাকা অন্যান্য যাত্রীরা আমাকে সাহায্য করলে তাদের হাত থেকে আমি প্রাণে বেঁচে যাই। আমার কাছে থাকা টাকা কেড়ে নিয়ে আমার মোবাইল ফোনটি ভেঙ্গে ফেলে।

এ ব্যাপারে আমি জামালপুর জিআরপি থানা, ইসলামপুর থানা ও সেনা বাহিনীর ক্যাম্পে লিখিত অভিযোগ দায়ের করি। অভিযোগের প্রেক্ষিতে জামালপুর জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসাব্বির মিথুনের সাথে মোবাইলে মাধ্যমে যোগাযোগ করলে ঘটনা অস্বীকার করেন। পরে সিসিটিভির ফুটেজ প্রেক্ষিতে ঘটনা প্রমাণ মিলে।

এ ঘটনার পরেও বিভিন্ন নাম্বারে বারবার ফোন করে হুমকি প্রদান করছে। বর্তমানে আমি নিরাপত্তা হীনতায় ভুগছি। আতঙ্কগ্রস্ত ওই পরিবার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের মাধ্যমে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।

এ ব্যাপারে মুসাব্বির মিথুনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।

জনপ্রিয় সংবাদ

শত্রুতার জেরে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

আপডেট সময় ০৮:০০:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪

জামালপুরের ইসলামপুরে  পূর্ব শত্রুতার জেরে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেজ এন্ড টেকনোলজিতে অধ্যায়নরত শিক্ষার্থীর উপর হামলা ও ফোনে হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী শিক্ষার্থী ও তার পরিবার।

১৫ অক্টোবর মঙ্গলবার পৌর শহরের মৌজাজাল্লা গ্রামের মাহবুবুর আলমের ছেলে আল রাফি হাসান ও তার পরিবার নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করেন।

সম্মেলনে অভিযোগ করে বলেন, পূজার ছুটিতে ভার্সিটি থেকে বাড়িতে আসি। গত ১৩ অক্টোবর ব্রহ্মপুত্র ট্রেনযোগে ঢাকায় ভার্সিটিতে যাওয়ার পথে জামালপুর রেলওয়ে স্টেশনে ট্রেন পৌছা মাত্র পূর্ব শত্রু তার জেরে পরিকল্পিতভাবে উপজেলা পাথর্শী ইউনিয়নের ঢেংগারগড় গ্রামের নুরল ইসলাম নবাবের ছেলে মুসাব্বির মিথুনের নেতৃত্বে ৫/৬ জন আমাকে মেরে ফেলার উদ্দেশ্যে অতর্কিত হামলা করে। এ সময় আমার গলায় রক্ত দেখে ট্রেনে থাকা অন্যান্য যাত্রীরা আমাকে সাহায্য করলে তাদের হাত থেকে আমি প্রাণে বেঁচে যাই। আমার কাছে থাকা টাকা কেড়ে নিয়ে আমার মোবাইল ফোনটি ভেঙ্গে ফেলে।

এ ব্যাপারে আমি জামালপুর জিআরপি থানা, ইসলামপুর থানা ও সেনা বাহিনীর ক্যাম্পে লিখিত অভিযোগ দায়ের করি। অভিযোগের প্রেক্ষিতে জামালপুর জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসাব্বির মিথুনের সাথে মোবাইলে মাধ্যমে যোগাযোগ করলে ঘটনা অস্বীকার করেন। পরে সিসিটিভির ফুটেজ প্রেক্ষিতে ঘটনা প্রমাণ মিলে।

এ ঘটনার পরেও বিভিন্ন নাম্বারে বারবার ফোন করে হুমকি প্রদান করছে। বর্তমানে আমি নিরাপত্তা হীনতায় ভুগছি। আতঙ্কগ্রস্ত ওই পরিবার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের মাধ্যমে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।

এ ব্যাপারে মুসাব্বির মিথুনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।