৪২তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ : জামালপুরে ঠাকুরগাঁওকে হারালো ফরিদপুর

ঠাকুরগাঁও বনাম ফরিদপুর জেলা দলের খেলা। ছবি: বাংলারচিঠিডটকম

ক্রীড়া প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

জামালপুর বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে ৩ মার্চ থেকে শুরু হয়েছে ৪২তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্ট। উদ্বোধনী ম্যাচে ফরিদপুর জেলা দল ৫০ রানে হারিয়েছে ঠাকুরগাঁও জেলা দলকে।

বিসিবি’র আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এতে অংশ নিচ্ছে ফরিদপুর, ঠাকুরগাঁও, দিনাজপুর ও বান্দরবান জেলা ক্রিকেট দল।

টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ঠাকুরগাঁও জেলা ক্রিকেট দলের অধিনায়ক ইমরান হোসেইন। প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নামে মো. সুমনের ফরিদপুর জেলা দল। তারা ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২২৫ রান করেন। (আশরাফুল আলম আসিফ ৮৬, যোবায়ের হোসেন ৪১, উত্তম সরকার ২৪, ইমরান হোসেইন ২০, রনি ১৫, শাহারিয়ার হোসেইন ১২, রিয়াজুল ১০, রাকিব হোসেইন ৩/২৫, মাসুম ২/৫০, সোহাগ ১/১১, লায়ন ইসলাম ১/৩৭, শিবলি ১/৩১, বোলাররা অতিরিক্ত রান দিয়েছেন ১৩)

দ্বিতীয় ইনিংসে ২২৬ রানের জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নামে ঠাকুরগাঁও জেলা দল। তারা ৪৫.৩ ওভারে ১৭৫ রানেই গুটিয়ে যায়।ফলে ফরিদপুর ৫০ রানে ম্যাচ জিতে যায়। ( মিনহাজুল মেঘ ৫৮, সোহাগ আলী ৫৬, তন্ময় ঘোষ ১৮, রাহানূর রহমান ১০, রিয়াজুল ৪/৩০, আশরাফুল আলম আসিফ ৩/৩১, নাজমুল ২/১৭, ইমন ১/৪৩, বোলাররা অতিরিক্ত রান দিয়েছেন ৯)

ম্যাচসেরার ক্রেস্ট গ্রহণ করেন আশরাফুল আলম আসিফ।ছবি: বাংলারচিঠিডটকম

ম্যাচসেরা হয়েছেন বিজয়ী ফরিদপুর জেলা দলের অলরাউন্ডার আশরাফুল আলম আসিফ। ম্যাচে আম্পায়ের দায়িত্ব পালন করেন সোহেল ও নাজমুল হাসান।

ম্যাচসেরা আশরাফুল আলম আসিফের হাতে ক্রেস্ট তুলে দেন জামালপুর জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট উপকমিটির সদস্য সচিব রাজন সাহা। এসময় জামালপুর জেলা আম্পায়ার অ্যাসোসিয়েশনের সদস্য রিপন দাম ও মীর মো. কাইয়ুম।

বিসিবি’র আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এই টুর্নামেন্টের জামালপুর ভেন্যুতে অংশ নিচ্ছে ফরিদপুর, ঠাকুরগাঁও, দিনাজপুর ও বান্দরবান জেলা ক্রিকেট দল। ৪ মার্চের ম্যাচ বান্দরবান বনাম দিনাজপুর জেলা দল

আরও পড়তে পারেন : জামালপুরে ৪২তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্ট শুরু