বকশীগঞ্জে নৌকায় ভোট চেয়ে মেরুরচর ইউপি চেয়ারম্যান সিদ্দিকের প্রচারণা

নৌকায় ভোট চেয়ে গণসংযোগ করেন মেরুরচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ সিদ্দিকুর রহমান সিদ্দিক।ছবি: বাংলারচিঠিডটকম

জিএম ফাতিউল হাফিজ বাবু
বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জে নৌকায় ভোট চেয়ে গণসংযোগ ও ব্যাপক প্রচারণা চালিয়েছেন মেরুরচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ সিদ্দিকুর রহমান সিদ্দিক।

তিনি ৪ জানুয়ারি মেরুরচর ইউনিয়নের বেতামারী, মেরুরচর বাজার ও পুরান টুপকারচর এলাকায় ব্যাপক প্রচারণা চালান।

প্রচারণার পাশাপাশি চেয়ারম্যান সিদ্দিক নারী ভোটারদের নিয়ে উঠান বৈঠক করেন।

পুরান টুপকারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উঠান বৈঠকে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন মেরুরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সিদ্দিকুর রহমান সিদ্দিক।

সভায় অন্যান্যের মধ্যে সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা সরকার আব্দুর রাজ্জাক, মেরুরচর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহিদুল ইসলাম মঞ্জু, আওয়ামী লীগ নেতা রোমানসহ স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

মেরুরচর ইউপি চেয়ারম্যান সিদ্দিক জানান, জননেত্রী শেখ হাসিনা জামালপুর-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নূর মোহাম্মদকে মনোনয়ন দিয়েছেন। তাই আমরা একযোগে মাঠে নেমেছি নৌকার বিজয় নিশ্চিত করার জন্য।

পাশাপাশি ৭ জানুয়ারিতে ভোট কেন্দ্রে ভোটার উপস্থিত নিশ্চিত করতে ভোটারদের উদ্বুদ্ধ করছি।