শিক্ষকদের অংশগ্রহণে আউটকাম বেজড কারিকুলাম প্রশিক্ষণ

প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বশেফমুবিপ্রবি’র উপাচার্য অধ্যাপক ড. মো. কামরুল আলম খান। ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম :

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেফমুবিপ্রবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে আউটকাম বেজড কারিকুলাম প্রণয়নের লক্ষ্যে ৭ ডিসেম্বর দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

একাডেমিক ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপাচার্য অধ্যাপক ড. মো. কামরুল আলম খান উপস্থিত ছিলেন।

কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. আশরাফুল আলম আউটকাম বেজড কারিকুলাম বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

আইকিউএসি এর ভারপ্রাপ্ত অতিরিক্ত পরিচালক (ইটিএল) মো. মোখলেসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে ট্রেজারার মোহাম্মদ আবদুল মাননান ও রেজিস্ট্রার সৈয়দ ফারুক হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মো. রাশেদুল ইসলাম। প্রশিক্ষণে সাতটি বিভাগের শিক্ষকরা অংশ নেন।