স্মার্ট বাংলাদেশ গড়তে নৌকাকে বিজয়ী করতে হবে : ধর্ম প্রতিমন্ত্রী

বিশেষ বর্ধিত সভায় বক্তব্য রাখেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলাল। ছবি: বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন
ইসলামপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলাল এমপি বলেছেন, দেশের উন্নয়নের ধারা অটুট রাখতে নৌকাকে বিজয়ী করার কোনো বিকল্প নেই। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার সফল বাস্তবায়ন করতে শেখ হাসিনাকেই আবারও বিজয়ী করতে হবে।

জননেত্রী শেখ হাসিনা উন্নয়নের মাধ্যমে গ্রামকে শহরে রূপান্তরিত করেছেন। শেখ হাসিনার অদম্য শক্তি, সাহস, মনোবল ও বলিষ্ঠ নেতৃত্বে বিশ্ববাসী অবাক বিস্ময়ে দেখে। তাই স্মার্ট বাংলাদেশ গড়তে সকলকে বিভেদ ভুলে নৌকাকে বিজয়ী করতে হবে।

প্রতিমন্ত্রী ২২ সেপ্টেম্বর সন্ধ্যায় জামালপুরের ইসলামপুর শহর আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে সাংগঠনিক কার্যক্রম গতিশীল ও দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করার লক্ষ্যে বিশেষ বর্ধিত সভায় এসব কথা বলেন।

শহর আওয়ামী লীগের সভাপতি নারায়ণ কর্মকারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইনজীবী আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক সরদার জাকিউল হক, সহ-দপ্তর সম্পাদক অংকন কর্মকার প্রমুখ বক্তব্য রাখেন। সভা সঞ্চালনা করেন শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক খলিলুর রহমান।

বিশেষ বর্ধিত সভায় ওয়ার্ড আওয়ামী লীগ এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।