ইসলামপুরে যমুনার পানি বৃদ্ধি, ৫ হাজার মানুষ পানিবন্দি

যমুনার পানি বেড়ে ইসলামপুরের নিম্নাঞ্চল নিমজ্জিত হয়েছে। ছবি: বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে যমুনা ও ব্রক্ষপুত্র নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। বন্যায় জামালপুরের ইসলামপুরের ৮ ইউনিয়নের নিম্নাঞ্চলের ৫ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।

জানা গেছে, গত ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে বৃদ্ধি পেয়ে বিপদসীমার ১৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় ইসলামপুর পৌর এলাকার নিম্নাঞ্চল, ইসলামপুর সদরসহ উপজেলার পশ্চিমাঞ্চলের নোয়ারপাড়া, সাপধরী, চিনাডুলী, বেলগাছা, কুলকান্দি, পাথর্শীসহ ৮টি ইউনিয়নে বন্যায় পানি উঠেছে। এতে ১৫শত হেক্টর রোপা আমন ধান, বিভিন্ন ফসলি জমি নিমজ্জিত হয়েছে। তলিয়ে গেছে বীজতলা। বন্যা কবলিত এলাকার প্রায় ৫ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। সংকট দেখা দিচ্ছে শুকনো খাবার, বিশুদ্ধ খাবার পানি ও গো খাদ্যের।

উপজেলা প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু জানান, উপজেলার বন্যা কবলিত ৮ ইউনিয়নের জন্য ২৫ মে. টন ত্রাণের চাল বরাদ্দ পাওয়া গেছে, যা বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। উপজেলায় ১২৫টি আশ্রয়ণ কেন্দ্র প্রস্তুত রয়েছে।