জামালপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী সভা

জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: ‘মজবুত হলে পুষ্টির ভিত, স্মার্ট বাংলাদেশ হবে নিশ্চিত’ এ প্রতিপাদ্য সামনে রেখে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী দিনে জামালপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক শ্রাবস্তী রায়।

১৩ জুন অনুষ্ঠিত সভায় প্রধান আলোচক ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান আইনজীবী মুহম্মদ বাকী বিল্লাহ। সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. প্রণয় কান্তি দাস। সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শহিদুল ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা খালেকুজ্জামান, জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের অতিরিক্ত উপ-পরিচালক সাখাওয়াত হোসেন ইকরাম, জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান, জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের সভাপতি জাহাঙ্গীর সেলিম, জামালপুর টেলিভিশন রিপোর্টাস ইউনিটির সভাপতি ফজলে এলাহী মাকাম, ব্র্যাক জেলা সমন্বয়ক মুনির হোসাইন খান, তরঙ্গ মহিলা কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক শামীমা খান প্রমুখ।

সভা শেষে উপস্থিত বক্তৃতা, কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

উল্লেখ, সপ্তাহব্যাপী জেলা স্বাস্থ্য বিভাগ জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে শোভাযাত্রা, বিভিন্ন পর্যায়ের অংশীজনদের নিয়ে আলোচনা সভা, মা সমাবেশ, উপস্থিত বক্তৃতা, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছে।