ইসলামপুরে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা ধর্ম প্রতিমন্ত্রীর পরিদর্শন

ইসলামপুরে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের জন্য সরকারি অনুদানের আশ্বাস দেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।ছবি:বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের ইসলামপুর উপজেলায় কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। ২৪ মে উপজেলার গাইবান্ধা, চিনাডুলী ইউনিয়নের বামনা, বলিয়াদহ, দেলীপাড়, পৌর এলাকার ভেঙ্গুড়া, দরিয়াবাদ ও নটারকান্দা এলাকা পরিদর্শন করেন তিনি।

প্রতিমন্ত্রী ক্ষতিগ্রস্তদের বলেন, আওয়ামী লীগ সরকার জনবান্ধব সরকার, আওয়ামী লীগ সরকার গরিব-দুঃখী মানুষের পাশে সব সময় ছিল, আছে এবং থাকবে। ক্ষতিগ্রস্তদের জন্য সরকারি অনুদানের আশ্বাস দেন তিনি।

এ সময় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ তার সাথে ছিলেন।

উল্লেখ্য, সম্প্রতি উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখীর তান্ডপে ৯টি ইউনিয়ন ও পৌর এলাকায় প্রায় দেড় হাজার পরিবারের কাচা-পাকা ঘরবাড়ি, মসজিদ, মাদরাসা, গাছপালা দুমড়ে মুচড়ে গিয়ে ব্যাপক ক্ষতি হয়।