ইসলামপুরে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা প্রশাসনের পরিদর্শন, ত্রাণ বিতরণ

ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা। ছবি: বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের ইসলামপুর উপজেলায় ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আলমগীর হোসেন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মু. তানভীর হাসান রুমান ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু।

পৌর এলাকার নটারকান্দা, দরিয়াবাদসহ উপজেলার কয়েকটি ইউনিয়নের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন এবং ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

ঝড়ে ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিতরণ করা হয়। ছবি: বাংলারচিঠিডটকম

এ সময় জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করছি। চাল ও শুকনো খাবার বিতরণ করা হচ্ছে। পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হাসান রুমান জানান, ঝড়ে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করা হচ্ছে। সহায়তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।