বকশীগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ

শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ করা হয়। ছবি: বাংলারচিঠিডটকম

জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের বকশীগঞ্জে সরকারি ও এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয় সমূহের ৯ম ও ১০ম শ্রেণির মেধাবী শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ করা হয়েছে।

৮ মে বিকালে উপজেলা পরিষদ সভাকক্ষে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর জনশুমারি ও গৃহগণনা ২০২১ প্রকল্পের ক্রয়কৃত প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ২৭টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৬২ জন শিক্ষার্থীর মাঝে এসব ট্যাব বিতরণ করা হয়।

উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান অফিসের উদ্যোগে ট্যাব বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার।

শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ করা হয়। ছবি: বাংলারচিঠিডটকম

উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো. রাফিউজ্জামানের সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুৎফুন নাহারের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল মান্নান, উপজেলা কৃষি কর্মকর্তা মুসলিমা খানম নীলু, প্রধান শিক্ষক ফরহাদ হোসেন, প্রধান শিক্ষক মামুনুর রশিদ, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু, শিক্ষার্থী নোসাইবা জান্নাত, শিক্ষার্থী রশিদুজ্জামান সয়ন।