বকশীগঞ্জে এনএটিপি-২ প্রকল্পের সিআইজি কংগ্রেস অনুষ্ঠিত

সিআইজি কংগ্রেসে বক্তব্য রাখেন ইউএনও লুৎফুন নাহার।ছবি: বাংলারচিঠিডটকম

জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের বকশীগঞ্জে ২০২২-২০২৩ অর্থ বছরে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজী প্রোগ্রাম ফেজ-২ (এনএটিপি) প্রকল্পের আওতায় সিআইজি কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।

১৭ এপ্রিল বিকালে উপজেলা সরকারি গণগ্রন্থাগারে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এবং এনএটিপি-২ প্রকল্পের অর্থায়নে অনুষ্ঠিত সিআইজি কংগ্রেসে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুৎফুন নাহার।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. আনোয়ার হোসেনের সঞ্চালনায় এবং উপজেলা কৃষি কর্মকর্তা মুসলিমা খানম নীলুর সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জোবায়ের হোসেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফাতেমাতুজ্জামান জোহুরাসহ উপজেলার ৭০টি সিআইজির ১৪০ জন সিআইজি সদস্য উপস্থিত ছিলেন।