আনন্দ টিভির ৫ম বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা অনুষ্ঠিত

জামালপুর প্রেসক্লাব মিলনায়তনে আনন্দ টিভির প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন অতিথিবৃন্দ। ছবি: মাহমুদুল হাসান মুক্তা

জামালপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: আনন্দ টিভির ৫ম বর্ষপূর্তি উপলক্ষে জামালপুরে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে। ১১ মার্চ রাতে জামালপুর প্রেসক্লাব মিলনায়তনে এ আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।

জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লুৎফর রহমানের সঞ্চালনায় প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন আনন্দ টিভির জেলা প্রতিনিধি রোকনুজ্জামান রোকন।

প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দৈনিক সংবাদের জেলা প্রতিনিধি সুশান্ত দেব কানু, চ্যানেল ২৪ এর জেলা প্রতিনিধি আনোয়ার হোসেন মিন্টু, জেলা জেএসডির সভাপতি মো. আমির উদ্দিন, দৈনিক আলোচিত জামালপুরের নির্বাহী সম্পাদক সাযযাদ আনসারী, দৈনিক বাংলার জেলা প্রতিনিধি শওকত জামান, দৈনিক ইত্তেফাকের সাংবাদিক এস এম হালিম দুলাল, দৈনিক কালের কণ্ঠের জেলা প্রতিনিধি মোস্তফা মনজু, রিপোর্টাস ক্লাবের সভাপতি আতিকুল ইসলাম রুকন, সাংবাদিক আয়নাল হক কালাচান, একুশে টিভির জেলা প্রতিনিধি মুক্তা আহমেদ, পল্লীকন্ঠ প্রতিদিনের সাংবাদিক সাইদুর রহমান, ৭১ টিভির জেলা প্রতিনিধি আনসারী সুমন, প্রতিদিনের সংবাদের জেলা প্রতিনিধি মঞ্জুরুল হক, মুভি বাংলা টিভির সাংবাদিক মিঠু আহমেদ, দৈনিক নব চেতনার জেলা প্রতিনিধি রুহুল আমীন রাজু, দৈনিক পল্লীর আলোর বার্তা সম্পাদক মাহমুদুল হাসান মুক্তা, দৈনিক ভোরের কাগজের দেওয়ানগঞ্জ প্রতিনিধি বিল্লাল হোসেন মন্ডল, দৈনিক নয়া শতাব্দির জেলা প্রতিনিধি মেহেদী হাসান, বিজয় টিভির সরিষাবাড়ী প্রতিনিধি সোহানুর রহমান, আনন্দ টিভির ইসলামপুর প্রতিনিধি ইয়ামিন মিয়া প্রমুখ।

আলোচনা সভা শেষে কেক কাটার মধ্য দিয়ে আনন্দ টিভির ৫ম বর্ষপূর্তি উদযাপন করা হয়। কেক কাটা অনুষ্ঠানে জামালপুরের কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।