প্রথম বিভাগ ক্রিকেট : কাছারীপাড়ার কাছে হেরেছে রেনেসাঁ

কাছারীপাড়া ক্রিকেট ক্লাব-রেনেসাঁ ক্লাবের ম্যাচ। ছবি : বাংলারচিঠিডটকম

জ্যেষ্ঠ প্রতিবেদক, বাংলারচিঠিডটকম :
জামালপুর ডিএসএ কাপ প্রথম বিভাগ ক্রিকেট লিগের গ্রুপ পর্বের খেলায় বি-গ্রুপে ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ম্যাচে রেনেসাঁ ক্লাবকে ১ উইকেটে পরাজিত করেছে কাছারীপাড়া ক্রিকেট ক্লাব। বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে এই লিগের আয়োজন করেছে জেলা ক্রীড়া সংস্থা।

ডিএসএ সূত্র জানায়, এবার প্রথম বিভাগ ক্রিকেট লিগের প্রতিটি ম্যাচ অনুষ্ঠিত হবে ৪০ ওভারে। লিগের দ্বিতীয় ম্যাচে ১৪ ফেব্রুয়ারি প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে জিগাতলা এলাকার রেনেসাঁ ক্লাব নির্ধারিত ৪০ ওভারে সবগুলো উইকেট হারিয়ে ১৩৪ রান সংগ্রহ করে। রেনেসাঁর আরিফ ২৯, সোহাগ ২৭, সাইদ ২৫, সজিব ১৫, লাবিব ১৫ রান করেছে। প্রতিপক্ষের বোলার আলিম ২৫ রান দিয়ে ২ উইকেট, সাকিব ১৭ রান দিয়ে ৩ উইকেট, নিরব ৩০ রান দিয়ে ২ উইকেট ও অনিক ৩৩ রান দিয়ে নিয়েছে ২ উইকেট।

জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৪০ ওভার খেলে ৯ উইকেটের বিনিময়ে ১৩৫ রান সংগ্রহ করে ম্যাচ জিতেছে কাছারীপাড়া ক্রিকেট ক্লাব। কাছারীপাড়ার উজ্জ্বল ৫০, সাকিব ১৭, ফরহাদ ১২ রান করেছে। প্রতিপক্ষ বোলার আরিফ ২৩ রান দিয়ে ৩ উইকেট, প্রান্ত ২৪ রান দিয়ে ২ উইকেট এবং সোহাগ ২০ রান দিয়ে নিয়েছে ২ উইকেট। ম্যাচ সেরা হয়েছে বিজয়ী দলের উজ্জ্বল। ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করেন হাফিজুর রহমান টিপু ও ফুয়াদ হাসান।

ম্যাচসেরার পুরস্কার নেন কাছারীপাড়া ক্রিকেট ক্লাবের ব্যাটার উজ্জ্বল। ছবি : বাংলারচিঠিডটকম

ম্যাচ শেষে বিজয়ী দলের ব্যাটার উজ্জ্বলের হাতে ম্যাচসেরা পুরস্কার তুলে দেন জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট উপকমিটির সদস্য সচিব রাজন সাহা। এ সময় জামালপুর জেলা আম্পায়ার অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক মাহবুবুর রহমান রবিনসহ দুটি দলের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এবারের প্রথম বিভাগ ক্রিকেট লিগে জামালপুর জেলার ১২টি ক্লাব অংশ নিচ্ছে। ‘এ’ গ্রুপে রয়েছে মেরিলিবোন ক্রিকেট ক্লাব, জামালপুর ক্রিকেট ক্লাব, রিলেশন, ফুলবাড়িয়া সমাজ কল্যাণ সংঘ, জুন-২৬ ক্লাব ও সিদ্দিকী স্টারস। অপরদিকে ‘বি’ গ্রুপে রয়েছে মেরিলিবোন ক্রিকেট ক্লাব-অংকুর, রেনেসাঁ ক্লাব, কাছারীপাড়া ক্রিকেট ক্লাব, মুসলিমাবাদ স্পোর্টিং ক্লাব, ইত্যাদি ও বেস্ট ইলেভেন।

দীর্ঘ একযুগ পর জেলা ক্রীড়া সংস্থার ১ম বিভাগ ক্রিকেট লিগে এবার নতুন যুক্ত হয়েছে ভালো মানের নতুন পিচ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আর্থিক সহায়তায় স্টেডিয়ামে এই নতুন পিচ নির্মাণ করা হয়েছে। ১৫ ফেব্রুয়ারি মাঠে নামবে মুসলিমাবাদ স্পোর্টিং ক্লাব ও বেস্ট ইলেভেন।