বকশীগঞ্জে আলহাজ গাজী আমানুজ্জামান মডার্ণ কলেজে পিঠা মেলা অনুষ্ঠিত

জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের বকশীগঞ্জের আলীরপাড়ায় অবস্থিত স্বনামধন্য আলহাজ গাজী আমানুজ্জামান মডার্ণ কলেজে পিঠা মেলা অনুষ্ঠিত হয়েছে।
আলহাজ গাজী আমানুজ্জামান মডার্ণ কলেজের উদ্যোগে ১ ফেব্রুয়ারি দিনব্যাপী পিঠা মেলা অনুষ্ঠিত হয়।
পিঠা মেলায় উদ্বোধনী অনুষ্ঠানে অত্র কলেজের অধ্যক্ষ নূরজাহান বেগম লাকীর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন মুন জাহান লিজা। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো.আতাউর রাব্বী।

এসময় কলেজের প্রতিষ্ঠাতা প্রকৌশলী গাজী মো. আমানুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহীনা বেগম, রহিমা সালাম স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা রবিউল ইসলাম, সাবেক অধ্যক্ষ হেলাল উদ্দিন খান, উপজেলা প্রেসক্লাবের জ্যেষ্ঠ সহ-সভাপতি জিএম সাফিনুর ইসলাম মেজর, বকশীগঞ্জ পল্লী বিদ্যুত সমিতির ডিজিএম জয় প্রকাশ নন্দী প্রমুখ উপস্থিত ছিলেন।
মেলায় এতে মোট ১৪টি স্টল বসানো হয়। পিঠা মেলা উপলক্ষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।