ডিসিসিআই প্রেসিডেন্ট ব্যারিস্টার ছামির সাত্তারকে নাগরিক সংবর্ধনা

সংবর্ধিত অতিথি ছামির ছাত্তারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। ছবি: জিএম ফাতিউল হাফিজ বাবু

বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের বকশীগঞ্জের কৃতী সন্তান বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ছামির সাত্তারকে ১ ফেব্রুয়ারি দুপুরে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে।

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)এর প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় উপজেলা শিল্প ও বণিক সমিতির পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেওয়া হয়।

উপজেলা শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল হামিদের সঞ্চালনায় ও বকশীগঞ্জ সরকারি গণগ্রন্থাগারে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা শিল্প ও বণিক সমিতির সভাপতি মানিক সওদাগরের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী এম এ সাত্তার, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর প্রেসিডেন্ট ও সংবর্ধিত অতিথি ব্যারিস্টার ছামির সাত্তার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহীনা বেগম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বাবুল তালুকদার, বকশীগঞ্জ পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর, বীরমুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন খান, জেলা পরিষদ সদস্য জয়নাল আবেদিন, উপজেলা জাতীয় পার্টির সভাপতি এ কে এম হামিদুল্লাহ, ব্যবসায়ী জাহিদুল ইসলাম প্রিন্স, ইসলামী ব্যাংক শাখা ব্যবস্থাপক আনোয়ার হোসেন ফুয়াদ, সাংবাদিক আশরাফুল হায়দার, সাংবাদিক শাহীন আল আমিন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জি এম ফাতিউল হাফিজ বাবু, সাংবাদিক এমদাদুল হক, মনিরুজ্জামান মনির প্রমুখ।

সংবর্ধনা অনুষ্ঠানে ব্যারিস্টার ছামির সাত্তারকে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ী নেতৃবৃন্দ, অরাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

sarkar furniture Ad
Green House Ad