সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদানের চেক পেলেন জামালপুরের ৩৫ সাংবাদিক

ক্ষতিগ্রস্ত সাংবাদিকদের সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদানের চেক বিতরণ করা হয়। ছবি: বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরে সাংবাদিকদের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত করোনাকালীন আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। ২৯ জানুয়ারি সন্ধ্যায় জামালপুর প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের এ চেক বিতরণ করা হয়।

জামালপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আরিফুল হক মৃদুলের সভাপতিত্বে ও জামালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমানের সঞ্চালনায় চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী মো. মোজাফ্ফর হোসেন, পৌরসভার মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন ও জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা প্রমুখ।

এসময় স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দসহ জামালপুরে কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে ৩৫ জন ক্ষতিগ্রস্ত সাংবাদিকদের সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ করা হয়।

sarkar furniture Ad
Green House Ad