ইসলামপুরে উন্নয়ন সংঘের বিংগস প্রকল্পের সহায়তায় পুষ্টি সমন্বয় কমিটির সভা

ইসলামপুরে পুষ্টি সমন্বয় কমিটির সভায় বক্তব্য রাখেন ইউএনও মু. তানভীর হাসান রুমান।ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: অপুষ্টির মতো ভয়াবহ পরিস্থিতি উত্তরণে সমন্বিত প্রচেষ্টাকে আরো গতিশীলকরণে ২৫ জানুয়ারি জামালপুরের ইসলামপুর উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মু. তানভীর হাসান রুমান।

ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে ওয়ার্ল্ড ভিশনের কারিগরি সহায়তায় উন্নয়ন সংঘের বিংগস প্রকল্পের আওতায় উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক এ এ এম আবু তাহের। সভায় বিংগস প্রকল্পের কার্যক্রম তুলে ধরেন উন্নয়ন সংঘ বিংগস প্রকল্পের উপজেলা সমন্বয়কারী শাহানা পারভীন।

ইসলামপুরে পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়। ছবি: বাংলারচিঠিডটকম

সভায় অন্যান্যের মাঝে আলোচনায় অংশ নেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল খালিক, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফারুক আল ফয়সাল, কৃষি কর্মকর্তা এ এল এম রেজুয়ান, মৎস্য কর্মকর্তা কামরুল হাসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তোফায়েল আহম্মেদ, ইসলামপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান, সাপধরী ইউপি চেয়ারম্যান শাহআলম, উন্নয়ন সংঘের এনএসভিসি প্রকল্পের উপজেলা সমন্বয়কারী বিজন কুমার দেব প্রমুখ। সভায় সরকারি, বেসরকারি, জনপ্রতিনিধিসহ ৩০ জন প্রতিনিধি অংশ নেন।

সভায় বিংগস প্রকল্পের বার্ষিক কর্মপরিকল্পনা পর্যালোচনা, চলমান কার্যক্রমের অগ্রগতি, কার্যক্রম পরিচালনায় চ্যালেঞ্জ এবং তা মোকাবেলায় করণীয় বিষয়ে আলোচনা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হাসান বলেন, সমন্বিত কার্যক্রমের মাধ্যমে পুষ্টি উন্নয়ন করতে হবে। প্রকল্প বাস্তবায়নে সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে আরো বেশি দায়িত্বশীলতার পরিচয় দিতে হব। তিনি উন্নয়ন সংঘের বিংগসসহ অন্যান্য প্রকল্প ও কর্মসূচির ভূয়সী প্রশংসা করেন।