জামালপুরে এফপিএবির করোনা সচেতনতায় সমন্বয় বৈঠক অনুষ্ঠিত

জামালপুরে এফপিএবির করোনা সচেতনতায় সমন্বয় বৈঠক অনুষ্ঠিত হয়। ছবি: তানভীর আহমেদ হীরা

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: জামালপুরে বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতির (এফপিএবি) করোনা সচেতনতায় ত্রৈমাসিক সমন্বয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ১৮ জানুয়ারি জামালপুর এফপিএবি কার্যালয়ের হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা সমন্বয়ক মাহিনুর সিদ্দিকার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত হয়ে বক্তব্যে রাখেন, পৌরসভার কাউন্সিলর বিজু আহমেদ, সাংবাদিক তানভীর আহমেদ হীরা, সংরক্ষিত মহিলা কাউন্সিল সাঈদা আক্তার, সমাজসেবক আয়নাল হক, ফুয়াদ খন্দকার প্রমুখ।

সরকারি স্টেকহোল্ডার, কাজি, সিএসও অংশীদার, ধর্মীয় নেতা, সাংবাদিক এবং স্থানীয় সরকার সুশীল ব্যক্তিরা বৈঠকে অংশ নেন।

এফপিএবির জেলা কর্মকর্তা মো. আসাদুজ্জামান কোভিড-১৯ সচেতনতায় বিভিন্ন দিক নির্দেশনামূলক আলোচনা করেন।

এসময় বক্তারা, স্বাস্থ্য সুরক্ষায় হাত ধোয়া, মাস্ক ব্যবহার করার আহ্বান করেন। এছাড়াও কিশোরীদের স্বাস্থ্য সচেতনতার বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করা হয়।