জামালপুরে এসএসসি ব্যাচ-৯৩ এর ৩০ বছরপূর্তি

এসএসসি ব্যাচ-৯৩ এর ৩০ বছরপূর্তি অনুষ্ঠান বেলুন উড়িয়ে উদ্বোধন করা হয়। ছবি: বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: ‘এসো মিলি ফূর্তিতে’ এই স্লোগানকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে জামালপুরে এসএসসি ব্যাচ-৯৩ এর ৩০ বছরপূর্তি অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে ২৫ ডিসেম্বর বেলা ১১টার দিকে স্থানীয় লুইস ভিলেজে বেলুন উড়িয়ে এসএসসি ব্যাচ-৯৩ এর ৩০ বছরপূর্তির উদ্বোধন করা হয়।

এসময় আয়োজক কমিটির আহ্বায়ক ও জামালপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. মাহফুজুর রহমান সোহান, সদস্য শফিউল আলম বাবুল তালুকদার, শাহাদৎ সুমন, সাব্বির আহমেদ পাপ্পু, আতিক সুমন, ফরিদ উদ্দিন সোহাগ ও রফিকুল ইসলামসহ অন্যান্য সদস্যবৃন্দ এবং বন্ধু-বান্ধব উপস্থিত ছিলেন।

দিনব্যাপী অনুষ্ঠানে পরিচিতি সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনের মধ্যদিয়ে এসএসসি ব্যাচ-৯৩ এর ৩০ বছরপূর্তি এক মিলন মেলায় রূপ নেয়।

এছাড়া অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন ও গীতা পাঠ, শোক প্রস্তাব, নিহতের স্মরণে এক মিনিট নিরবতা পালন ও দোয়া অনুষ্ঠিত হয়।