শেরপুরে গোয়েন্দা পুলিশের অভিয়ানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

গ্রেপ্তার মাদক কারবারি মোতালেব হোসেন। ছবি: বাংলারচিঠিডটকম

শফিউল আলম লাভলু, নকলা প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: শেরপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ৩০৫টি ইয়াবা বড়িসহ এক মাদক কারবারি গ্রেপ্তার হয়েছে। সে সদর উপজেলার কানাশাখোলা নামাপাড়া এলাকার মৃত সামাল উদ্দিনের ছেলে মোতালেব হোসেন (৩৮)।

১৮ ডিসেম্বর রাত সাড়ে ৮টার দিকে শহরের খরমপুর এলাক থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশফিকুর রহমান।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশফিকুর রহমান বলেন, মাদককে শূন্যের কোঠায় আনতে আমরা বদ্ধ পরিকর। মাদকের সাথে কোন আপোষ নেই। জেলা পুলিশের অভিভাবক পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম স্যারের নির্দেশে মাদকদ্রব্য উদ্ধারের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে ১৮ ডিসেম্বর রাতে শহরের খরমপুর এলাকায় আমরা অভিযান চালাই। এসময় ৩০৫টি ইয়াবা বড়িসহ মোতালেব হোসেন নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করি।

এ বিষয়ে শেরপুর সদর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে। ১৯ ডিসেম্বর সকালে আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।