বকশীগঞ্জে ইজিপিপি কর্মসূচির কাজ উদ্বোধন

বকশীগঞ্জে ইজিপিপি কর্মসূচির কাজ উদ্বোধন করা হয়। ছবি: বাংলারচিঠিডটকম

জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের বকশীগঞ্জে ৪০ দিনের অতিদরিদ্রদের কর্মসৃজন কর্মসূচির (ইজিজিপি) মাটি ভরাট কাজ ২৬ নভেম্বর উদ্বোধন করা হয়েছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের সার্বিক তদারকিতে ৭টি ইউনিয়নে এই কাজ শুরু হয়েছে।

সাধুরপাড়া ইউনিয়নের মসজিদ পাড়া এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তায় মাটি ভরাট কাজের উদ্বোধন করেন সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু।

এসময় ইউপি জিয়াউর রহমানসহ প্রকল্পের সুবিধাভোগী শ্রমিক উপস্থিত ছিলেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, প্রথম পর্যায়ে ৪০ দিন ও দ্বিতীয় পর্যায়ে ৪০ দিন মোট ৮০ দিন কাজ করবেন ৭ ইউনিয়নের শ্রমিক।

এতে অতিদরিদ্র পরিবারের দুই হাজার ১৮৪ জন নারী ও পুরুষ শ্রমিকের প্রত্যেকেই দৈনিক ৪০০ টাকা মজুরি হারে মোট ৩২ হাজার টাকা পাবেন।