মেলান্দহে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী মো. কামরুজ্জামান। ছবি: বাংলারচিঠিডটকম

মুত্তাছিম বিল্লাহ্, মেলান্দহ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: ‘দুর্ঘটনা-দুর্যোগ হ্রাস করি, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি’ এই প্রতিপাদ্যে জামালপুরের মেলান্দহ উপজেলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ নভেম্বর দুপুরে মেলান্দহ ফায়ার সার্ভিস স্টেশনে এ আলোচনা সভা ও উদ্বোধন করা হয়।

আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিম মিঞা’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী মো. কামরুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন। স্বাগত বক্তব্য রাখেন- মেলান্দহ ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মো. আ. লতিফ, অনুষ্ঠান সঞ্চালনা করেন ফায়ার ফাইটার আব্দুল হালিম।

আলোচনা সভা শেষে দুর্যোগ-দুর্ঘটনায় কিভাবে ফায়ার সার্ভিস জনগণের সহযোগিতায় এগিয়ে এসে উদ্ধার কার্য পরিচালনা করে তার মহড়া প্রদর্শন করে।