দেওয়ানগঞ্জে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত

দেওয়ানগঞ্জে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন ইউএনও কামরুন্নাহার শেফা।ছবি: বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম : জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়েছে। ৬ অক্টোবর সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি পালিত হয়।

সকালে দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দেওয়ানগঞ্জে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবসের শোভাযাত্রা। ছবি:বাংলারচিঠিডটকম

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুন্নাহার শেফার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক আবু বক্কর সিদ্দিক, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হালিম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী তোফায়েল আহমেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাযহারুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আসলাম হোসেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কাউন্সিলর নুরে আলম সিদ্দিকী জুয়েল, স্থানীয় এমপি প্রতিনিধি বিকাশ কবির ইমরান, মডেল থানা পুলিশ অফিসার এসআই আব্দুল হান্নান।

পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন সম্পর্কে অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার শেষে শেখ রাসেল দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।