জামালপুরে দুর্নীতিবিরোধী মানববন্ধন

জামালপুর আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ের সামনে দুর্নীতিবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়। ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: ‘দুর্নীতির বিরুদ্ধে লড়াই হবে একসাথে’ এ স্লোগান সামনে রেখে জামালপুর জেলা প্রতিরোধ কমিটি (দুপ্রক) এর উদ্যোগে ১ অক্টোবর মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন জেলা দুপ্রক এর সাধারণ সম্পাদক ও জামালপুর প্রেসক্লাবের সদস্য জাহাঙ্গীর সেলিম।

জামালপুর আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন সম্মিলিত সামাজিক আন্দোলন জামালপুর জেলা কমিটির উপদেষ্টা বিশিষ্ট রাজনীতিক মো. আমির উদ্দিন, জেলা প্রেসক্লাবের সভাপতি ফজলে এলাহী মাকাম, হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্কের সদস্য মুর্শেদ ইকবাল, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, জেলা কমিটির সভাপতি মুক্তা আহম্মেদ, ১১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, এলাকাবাসীর পক্ষে নুরুল ইসলাম আমির, রোকন উদ্দিন প্রমুখ।

জামালপুর আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ের সামনে দুর্নীতিবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়। ছবি: বাংলারচিঠিডটকম

মানববন্ধনে দুপ্রকের সদস্য, শিক্ষক, সাংবাদিক, ভুক্তভোগীসহ বিভিন্ন শ্রেণি, পেশার শতাধীক প্রতিনিধি অংশ নেন।

জেলা দুপ্রক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সেলিম বলেন, আঞ্চলিক পাসপোর্ট অফিসের দুর্নীতি ও গ্রাহক হয়রানী এখন ওপেন সিক্রেট। ইতিমধ্যে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় দুর্নীতির খবর প্রকাশ হয়েছে। আমরা অভিযোগের প্রেক্ষিতে সরকারের কাছে দাবি করছি অবিলম্বে দুর্নীতিবাজ সহকারী পরিচালকের বদলী, চিহ্নিত দুর্নীতি কাজে যুক্ত আনসার বাহিনীর সদস্যদের অপসারণ এবং চিহ্নিত দালালদের বিতাড়িত ও আইনের আওতায় নিয়ে আসা। আমরা দুপ্রক সদস্যরা যেখানেই দুর্নীতি সেখানেই কর্মসূচি গ্রহণ করবো।