
লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের ইসলামপুর উপজেলায় মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নের লক্ষে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
২৭ সেপ্টেম্বর দুপুরে উপজেলা প্রশাসন আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীন হাসান রুমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আইনজীবী জামাল আব্দুন নাছের বাবুল।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জামালপুরে মুস্তাফিজ রহমান সঞ্চালনায় এছাড়াও ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আকন্দ, রোজিনা আক্তার চায়না, অধ্যক্ষ ফরিদ উদ্দিন আহমেদ, আবু নাছের চৌধুরী চার্লেস, থানার ওসি মাজেদুর রহমানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
কর্মশালায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, জনপ্রতিনিধি, ঈমাম, এনজিও প্রতিনিধি ও তৃতীয় লিঙ্গে প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।