কেন্দুয়ায় মরহুম সিরাজুল ইসলাম খান স্মৃতি ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত

চ্যাম্পিয়ন দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। ছবি:বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: জামালপুর সদর উপজেলার কেন্দুয়ায় মরহুম সিরাজুল ইসলাম খান (ছোট মাস্টার) স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২২ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ২ সেপ্টেম্বর বিকেলে ঐতিহ্যবাহী বাংলাদেশ উচ্চ বিদ্যালয় মাঠে এ ফাইনাল খেলার আয়োজন করা হয়।

টুর্নামেন্ট কমিটির সভাপতি শাহজাহান আলী খানের সভাপতিত্বে আয়োজিত ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা প্রকৌশলী মো. মোজাফ্ফর হোসেন সিআইপি। তিনি বলেন, শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও বিনোদনের খুব প্রয়োজন। খেলাধুলাই পারে একমাত্র মাদক থেকে দূরে রাখতে, শারিরীকভাবে সুস্থ রাখতে। তাই লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার কোন বিকল্প নেই।

তিনি আরও বলেন, আজকে যারা খেলায় অংশগ্রহণ করেছেন কেউ জিতেছেন বা কেউ হেরেছেন এত কষ্ট পাওয়ার কিছু নেই। খেলাধুলায় অংশগ্রহণ করেছেন এটাই হলো বড় বিষয়। আগামীতে এ অঞ্চলে খেলাধুলাকে আরও উৎসাহিত করতে সকলের পাশে থাকবো বলেও জানান তিনি।

খেলার উদ্বোধন করেন জামালপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন।

কেন্দুয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম খানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রানাগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জলিল, মেষ্টা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হক বাবু, শাহবাজপুর ইউপি চেয়ারম্যান আয়ূব আলী খানসহ আরও অন্যান্য অতিথিবৃন্দ।

খেলায় মেষ্টা চরপাড়া একাদশ বাঁশচড়া একতা বয়েজ ক্লাবকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

এদিকে ফাইনাল খেলাকে ঘিরে বাংলাদেশ উচ্চ বিদ্যালয় মাঠের কানায় কানায় কয়েক হাজার দর্শক খেলাটি উপভোগ করেন। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।