দেওয়ানগঞ্জের উত্তর মকির চর থেকে দক্ষিণ মকির চর সড়কটি বন্যায় বিধ্বস্ত, যানবাহন চলাচল বন্ধ

দেওয়ানগঞ্জের উত্তর মকির চর থেকে দক্ষিণ মকির চর সড়কের মাঝখানে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়ে গর্তের সৃষ্টি হয়েছে। ছবি: বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম : জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের দক্ষিণ মকির চর আশ্রাফ আলীর বাড়ি থেকে দক্ষিণ মকির চর প্রিন্সিপাল সিরাজল ইসলামের বাড়ি পর্যন্ত গত বন্যায় ব্যাপক ক্ষতির কারণে যানবাহন চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েছে ওই এলাকার জনসাধারণ।

বন্যার স্রোতে ওই সড়কের মাঝ খানে হুরমুছ আলীর বাড়ির সংলগ্ন গর্ত হওয়ার ফলে জনসাধারণের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

২ সেপ্টেম্বর বিকালে সরেজমিনে দেখা গেছে, পথচারীদের যাতায়াতের চিত্র।

জানা গেছে, ২০২১-২২ অর্থ বছরে স্থানীয় সংসদ আবুল কালাম আজাদ এমপির বরাদ্দ বিশেষ টিআর এর অর্থায়নে সড়কটি সংস্কার করেন সানন্দবাড়ী হাটবাজার ইজারাদার আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম টোকন। নির্মাণ কাজ শতভাগ উন্নত হলেও বন্যার করাল স্রোতে সড়কটির মাঝ খানে ব্রীজের পশ্চিম পাশে ধসে গর্তে পরিণত হয়।

এলাকাবাসী হুরমুছ আলী জানান, বন্যার আগেই সড়কে ইট দিয়ে মজবুত করে কাজ করা হয়েছিলো। বন্যায় সড়কটি ক্ষতি হওয়ার কারণে আমাদের চলাচলে সমস্যা হচ্ছে। তাই জরুরীভাবে সড়কটি মেরামত করার জন্য সরকারের প্রতি দাবি জানাই।

অন্য দিকে এক পথচারী জানান, সড়কটির শতভাগ কাজ হলেও এসড়ক নিয়ে এক কু-চক্র মহল ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে নজরুল ইসলাম টোকনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগের মাধ্যমে নানা মিথ্যা অপপ্রচার চালাচ্ছে ।