৩ হাজার লিটার সয়াবিন তেল জব্দ, আটক ১

জব্দ করা তেলভর্তি ড্রাম। ছবি:বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী প্রতিনিধি, বাংলারচিঠিডটকম : জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদ রাখায় প্রায় ৩ হাজার লিটার সয়াবিন তেল জব্দ করেছে থানা পুলিশ। এ ঘটনায় আব্দুর রশিদ নামে একজনকে আটক করা হয়েছে।

১৮ আগস্ট ভোরে সরিষাবাড়ী পৌরসভার বাউসি বাজার এলাকায় পুলিশ অভিযান চালিয়ে সয়াবিন তেল জব্দ ও একজনকে আটক করেন।

সরিষাবাড়ী থানার ওসি মোহাম্মদ মহব্বত কবীর ও স্থানীয়রা জানায়, অধিক মুনাফা লাভের আশায় বাউসি বাজার এলাকায় অবৈধভাবে ৩ হাজার লিটার সয়াবিন তেল মুজদ রাখেন ব্যবসায়ী আব্দুর রশিদ। গোপন সংবাদে সরিষাবাড়ী থানা পুলিশ ১৮ আগস্ট ভোরে বাউসি বাজার চিলড্রেন হ্যাভেন স্কুল এলাকায় অভিযান চালায়। এ সময় অবৈধভাবে মজুদ রাখা ১৪টি তেলের ড্রামে প্রায় ৩ হাজার লিটার সয়াবিন তেল জব্দ করা হয়। এ ঘটনার সাথে জড়িত আব্দুর রশিদ নামে একজনকে আটক করে পুলিশ।