কাউনিয়ার চর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হলেন মুক্তারুল ইসলাম

প্রধান শিক্ষক মুক্তারুল ইসলাম

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম : জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার কাউনিয়ার চর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে নিয়োগ পেয়েছেন মুক্তারুল ইসলাম। ২০ জুলাই প্রধান শিক্ষক পদে দায়িত্ব গ্রহণ করেন তিনি।

জানা গেছে, উপজেলার ডাংধরা ইউনিয়নের কাউনিয়ার চর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন রায়হানুল ইসলাম। তিনি ২০২১ সালের ৬ জুন মৃত্যুবরণ করায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করেন মুক্তারুল ইসলাম। তিনি দীর্ঘদিন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পদে সুনামের সাথে দায়িত্ব পালন করেন।

প্রধান শিক্ষক শূন্য পদটি পূরণের জন্য গত ১২ মার্চ ম্যানেজিং কমিটির সভায় রেজুলেশনের মাধ্যমে সভাপতি বদ্দিউরজ্জামানের স্বাক্ষরিত নিয়োগ বিজ্ঞপ্তি দৈনিক গণমুক্তি ও স্থানীয় দৈনিক পল্লীর আলো পত্রিকায় প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তি প্রকাশের পর প্রার্থী হিসাবে আবেদন করেন বীর হলকারচর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, বাছেতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশ্রাব আলী, মিতালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, কাউনিয়ার চর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুক্তারুল ইসলামসহ ৬ জন শিক্ষক আবেদন করেন।

আবেদনের প্রেক্ষিতে ১৬ জুলাই বকশীগঞ্জ উপজেলা উলফাতুন নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ৫ সদস্যের উপস্থিতিতে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ওই পরীক্ষায় মুক্তারুল ইসলাম প্রথম স্থান অধিকার করায় বিধি মোতাবেক নিয়োগ কমিটি তাকে নিয়োগ দেন।

নিয়োগ পরীক্ষায় উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরে মহাপরিচালক প্রতিনিধি আতাউর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফাসহ নিয়োগ বোর্ডের সদস্য ও ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ।

কাউনিয়ার চর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের নবাগত প্রধান শিক্ষক মুক্তারুল ইসলাম জানান, দীর্ঘদিন সুনামের সাথে বিদ্যালয়ে শিক্ষকতা ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করে আসছি।

শিক্ষক প্রতিনিধি মোরশেদুর রহমান, আন্জুয়ারা বেগম জানান, ম্যনেজিং কমিটির চূড়ান্ত সিদ্ধান্ত ও সরকারি বিধি মোতাবেক প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে।

ম্যানেজিং কমিটির সভাপতি বদ্দিউরজ্জামান জানান, বিধি মোতাবেক প্রধান শিক্ষক পদে মুক্তারুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়েছে।

শিক্ষক প্রতিনিধি বদরুদ্দোজা জানান, সরকারি বিধি মোতাবেক প্রধান শিক্ষক নিয়োগ হলেও কিছু কুচক্র মহল নিয়োগের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।

দেওয়ানগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, কমিটির প্রতিনিধিদের উপস্থিতিতে নিয়োগ পরীক্ষার মাধ্যমে সরকারি বিধি মোতাবেক তাকে নিয়োগ দেওয়া হয়েছে।