সরিষাবাড়ীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম। ছবি: বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী প্রতিনিধি, বাংলারচিঠিডটকম : সারাদেশে ভয়াবহ লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার বিরুদ্ধে বিএনপি’র কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে জামালপুরের সরিষাবাড়ীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২ জুলাই দুপুরে উপজেলা ছাত্রদল ও পৌর ছাত্রদলের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।

জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীমের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আরামনগর বাজার বিএনপির কার্যালয়ে গিয়ে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

উপজেলা ছাত্রদলের আহবায়ক খাইরুল ইসলাম বিদ্যুৎতের সভাপতিত্বে সদস্য সচিব মাসুদ রানা চপলের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফরিদুল কবীর তালুকদার শামীম।

প্রধান অতিথি বিএনপির বিক্ষোভ সমাবেশে ভোলা জেলায় পুলিশের অন্যায়ভাবে গুলিবর্ষণ ও নির্বিচারে হত্যার প্রতিবাদ জানিয়ে বলেন, সারাদেশে ভয়াবহ লোডশেডিং চলছে। জনজীবন আজ অতিষ্ঠ। জনগণ এই সরকারের বিদায় চাচ্ছেন। সরকার রাষ্ট্র যন্ত্র ব্যবহার করে বিরোধী দলকে দূরে সরিয়ে রাখতে চায় জ্বালানি খাতের অব্যবস্থাপনার তীব্র প্রতিবাদ জানান তিনি। আগামী দিনে সকল আন্দোলনে অংশ দিতে নেতাকর্মীদের আহ্বান জানান জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম।

এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পৌর ছাত্রদলের সভাপতি সবুজ মিয়া, জেলা ছাত্রদলের সহ-সভাপতি মাসুম মিয়া, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হাফিজুর রহমান মিলন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম পিন্টু, সভাপতি আশরাফ ফকির, উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিন আহমেদ প্রমুখ।