জামালপুরে স্বপ্নবাজ কিশোর কিশোরী তৈরিতে সংলাপ এনিমেটরদের প্রশিক্ষণ শুরু

প্রশিক্ষণে বক্তব্য রাখেন উন্নয়ন সংঘের সহকারী পরিচালক কর্মসূচি মুর্শেদ ইকবাল।ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক: জামালপুরে উন্নয়ন সংঘের ‘মর্যাদা ও স্থায়িত্বশীলতার সাথে আর্থ-সামাজিক ক্ষমতায়তন(সিডস)’ প্রকল্পের আওতায় কিশোর, কিশোরীদের নিয়ে পরিচালিত সংলাপ এনিমেটরদের ৪ দিনব্যপী অর্ধ-বাষির্কী সতেজীকরণ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। প্রশিক্ষণ উদ্বোধন করেন উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক ও সিডস প্রকল্পের ফোকাল পারসন জাহাঙ্গীর সেলিম।

মঙ্গলবার উন্নয়ন সংঘের প্রশিক্ষণ কেন্দ্র ডিটিআরসির শেওলা কক্ষে অনুষ্ঠিত প্রশিক্ষণে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংস্থার সহকারী পরিচালক কর্মসূচি মুর্শেদ ইকবাল, সিডস কর্মসূচির প্রকল্প কর্মকর্তা শিক্ষা মো. সালাহউদ্দিন প্রমুখ।

প্রশিক্ষণে কিশোর, কিশোরীদের আত্ম উন্নয়ন, ক্ষমতায়ন, সুস্থ ধারার বিনোদন, শিশু সুরক্ষা, মানবাধিকার, সৃজনশীলতা চর্চাসহ শুদ্ধ মানুষ হিসেবে গড়ে উঠে নিজের ও সমাজের স্বপ্নপুরণে ভূমিকা রাখাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। চার দিনব্যপী প্রশিক্ষণে উল্লেখিত বিষয়ের উপর বিশ্লেষণমুখী আলোচনা হবে বলে জানা যায়।

সূত্র জানায় ২০২৩ সালের শেষ নাগাদ কর্মএলাকার ২৫০০ প্রান্তিক পরিবারে আর্থ-সামাজিক উন্নয়নের মাত্রা আশাব্যঞ্জক পর্যায়ে উন্নতি করার লক্ষ্যে নরওয়েভিত্তিক আন্তর্জাতিক দাতা সংস্থা স্ট্রমি ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় উন্নয়ন সংঘ কর্তৃক বাস্তবায়নাধীন সিডস প্রকল্প জেলার ইসলামপুর, দেওয়ানগঞ্জ ও বকশিগঞ্জ উপজেলায় বহুমাত্রিক কার্যক্রম চলছে। শিক্ষা, জীবীকায়ন, যুবক, যুবতীদের আত্মকর্মসংস্থান, কিশোর, কিশোরীদের ক্ষমতায়নসহ বিভিন্ন কার্যক্রমের আওতায় কর্মএলাকার লক্ষ্যভূক্ত জনগোষ্ঠী উপকার ভোগ করছে।

উদ্বোধনী বক্তৃতায় জাহাঙ্গীর সেলিম বলেন, কিশোর, কিশোরী সময়টা প্রতিটি ব্যক্তির ক্ষেত্রে ঝুঁকি যেমন বেশী থাকে তেমনি অপার সম্ভাবনা তৈরির ক্ষেত্রেও বড় সুযোগ আসে। এ সময়ে মধ্যে তথাকথিত কিশোর গ্যাংগসহ নানা ধরণের অপরাধ প্রবণতা সৃষ্টির ক্ষেত্রে বড় আপরাধীদের প্ররোচনায় প্রলুব্ধ হয়। পাচার, মাদক, বাল্যবিয়ে, নির্যাতনসহ নানা ধরণের অঘটনের শিকার হতে পারে। এসব নেতিবাচক অবস্থা থেকে মুক্ত রাখতে সংলাপ কেন্দ্রে এনিমেটরদের বিশাল ভূমিকা আছে। তিনি প্রশিক্ষণার্থীদের কিশোর, কিশোরীদের সুস্থ ধারা গড়ে উঠতে উদ্বুদ্ধমূলক কার্যক্রম পরিচালনা এবং স্বপ্নবাজ মানুষ হিসেবে গড়ে উঠতে উদাত্ত আহ্বান জানান।