দেওয়ানগঞ্জ পৌরসভার মেয়র হলেন আ’লীগের বিদ্রোহী প্রার্থী অপু

নির্বাচিত মেয়র শেখ মোহাম্মদ নুরুন্নবী অপু

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম : জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী শেখ মোহাম্মদ নুরুন্নবী অপু সাত হাজার ৯২৪ ভোট পেয়ে পৌর মেয়র নির্বাচিত হয়েছেন। তার প্রতীক ছিল জগ। নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী ফারিন হোসেন পেয়েছেন চার হাজার ৭৩২ ভোট। বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বুধবার শান্তিপূর্ণভাবে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়, দেওয়ানগঞ্জ পৌরসভা নির্বাচনে মোট পাঁচজন মেয়র প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। নৌকা প্রতীক নিয়ে পরাজিত প্রার্থী ফারিন হোসেন ছাড়া অন্য পরাজিত তিন প্রার্থীর মধ্যে আওয়ামী লীগের বিদ্রোহী সাবেক পৌর মেয়র শাহানশাহ শাহনেওয়াজ নারিকেল গাছ প্রতীকে পেয়েছেন তিন হাজার ৪৫২ ভোট, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মোবাইল ফোনসেট প্রতীকে পেয়েছেন ৩৪৮ ভোট এবং বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী সাদেক আক্তার নেওয়াজী পেয়েছেন দুই হাজার ৩১২ ভোট।

রিটার্নিং অফিসার ও দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুন্নাহার শেফা এ নির্বাচনের বেসরকারি ফলাফল ঘোষণা শেষে বাংলারচিঠিডটকমকে জানান, দেওয়ানগঞ্জ পৌরসভায় ১২টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটাভুটি হয়েছে। কোথাও কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এবারের নির্বাচনে ভোটার সংখ্যা ছিল ৩২ হাজার ২১৮ জন। ১২টি কেন্দ্রে মোট বৈধ ভোট পড়েছে ১৮ হাজার ৭৬৮টি। এতে প্রায় ৫৯ ভাগ ভোট কাস্ট হয়েছে।