বকশীগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবসে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ হিসেবে ক্রেষ্ট পেলেন মেরুরচর ইউপি

জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম : জামালপুরের বকশীগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস ২০২২ উপলক্ষে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ নির্বাচিত হয়েছেন মেরুরচর ইউনিয়ন পরিষদ।

এছাড়াও ২০২১-২০২২ বছরে পরিবার পরিকল্পনা এবং মা ও শিশুস্বাস্থ্য কার্যক্রমে প্রশংসনীয় অবদান রাখায় প্রশংসাপত্র প্রদান করা হয়েছে।

২১ জুলাই বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠানে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ হিসেবে মেরুরচর ইউপিকে ক্রেষ্ট প্রদান করা হয়।

মেরুরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সিদ্দিকুর রহমান সিদ্দিক এর হাতে ক্রেষ্ট ও প্রশংসাপত্র তুলে দেওয়া হয়।

ক্রেষ্ট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুন মুন জাহান লিজার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আজিজুল হক, সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা তাজমিরা হাসান, সুখী জীবন কর্মসূচির জেলা কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান , মেরুরচর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সিদ্দিকুর রহমান সিদ্দিক উপস্থিত ছিলেন।