মাদারগঞ্জে শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার ও নগদ অর্থ বিতরণ

শারীরিক প্রতিবন্ধীদের মাঝে নগদ অর্থ ও হুইলচেয়ার বিতরণ করা হয়। ছবি: বাংলারচিঠিডটকম

আলী আকবর, নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় প্রতিবছরের ন্যায় এবারও শারীরিক প্রতিবন্ধী ও দুস্থদের মাঝে নগদ অর্থ ও হুইলচেয়ার বিতরণ করেছে মোজাম্মেল-মমতাজ ফাউন্ডেশন।

১৩ জুলাই দুপুরে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা ২৩ জন শারীরিক প্রতিবন্ধীকে হুইলচেয়ার ও এক হাজার করে নগদ অর্থ তাদের হাতে তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্ড্রাস্ট্রিয়াল পুলিশের প্রধান, অতিরিক্ত আইজিপি ও মোজাম্মেল-মমতাজ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মো. মাহাবুবর রহমান রিপন।

মোজাম্মেল-মমতাজ ফাউন্ডেশনের সার্ভিস সেন্টারের কাজের ভিস্তি প্রস্থর স্থাপন করেন দুদক কমিশনার (তদন্ত) মো. জহুরুল হক।ছবি: বাংলারচিঠিডটকম

ফাউন্ডেশনের সভাপতি বিশিষ্ট সমাজসেবক মোস্তাফিজুর রহমান রাজার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুরের পুলিশ সুপার নাসির উদ্দিন আহমেদ, মাদারগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ওবায়েদুর রহমান বেলাল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইলিশায় রিছিল, সমাজসেবা কর্মকর্তা মো. তৌফিকুল ইসলাম খালেক, চরপাকেরদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদরুল আলম সরদার, প্রেসক্লাবের সভাপতি জাহিদুর রহমান উজ্জ্বল, কুড়িগ্রামের রৌমারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাহ জামাল, মোজাম্মল মমতাজ বিএম মহিলা কারিগরি কলেজের অধ্যক্ষ সফিউল আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।

পরে মোজাম্মেল-মমতাজ ফাউন্ডেশনের সার্ভিস সেন্টারের কাজের ভিস্তি প্রস্থর স্থাপন করেন দুদক কমিশনার (তদন্ত) মো. জহুরুল হক।