দেওয়ানগঞ্জে প্রধানমন্ত্রীর ১০ উদ্ভাবনী উদ্যোগ নিয়ে কর্মশালা

প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলায়মান হোসেন।ছবি: বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম : জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় প্রধানমন্ত্রীর বিশেষ ১০টি উদ্ভাবনী উদ্যোগ নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১৪ জুন সকালে উপজেলা পরিষদ হলরুমে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলায়মান হোসেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুন্নাহার শেফার সভাপতিত্বে বক্তব্য দেন- স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা প. প. ডা. আহসান হাবিব, উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভার.) অধ্যক্ষ আবুবক্কর সিদ্দিক, মডেল থানার অফিসার ইনর্চাজ (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর, মহিলা ভাইস চেয়ারম্যান তাছলিমা আক্তার লিপি, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আসলাম হোসেন ও স্থানীয় এমপি প্রতিনিধি বিকাশ কবীর ইমরান।

কর্মশালায় উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) অহন্না জিন্নাত, উপজেলা প্রকৌশলী তোফায়েল আহাম্মেদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. গোলাম মোস্তফা।

কর্মশালায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্ভাবনী উদ্যোগগুলো হচ্ছে- নারীর ক্ষমতায়ন, আশ্রয়ণ, শিক্ষা সহায়তা, পল্লী সঞ্চয় ব্যাংক, ডিজিটাল বাংলাদেশ, কমিউনিটি ক্লিনিক ও শিশুর বিকাশ, বিনিয়োগ বিকাশ, পরিবেশ সুরক্ষা, সামাজিক নিরাপত্তা কর্মসূচী ও সবার জন্য বিদ্যুৎ- নিয়ে বক্তব্য রাখা হয়।

কর্মশালায়, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, গণমাধ্যমকর্মী, শিক্ষক, ইমাম, রাজনৈতিক নেতৃবৃন্দ ও ব্যবসায়ীরা অংশ নেন।