দেওয়ানগঞ্জে বোরো ধান সংগ্রহ উদ্বোধন

দেওয়ানগঞ্জে বোরো ধান সংগ্রহ উদ্বোধন করেন আবুল কালাম আজাদ এমপি। ছবি: বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: ‘শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় চলতি বোরো মৌসুমে বোরো ধান-চাল সংগ্রহ উদ্বোধন করা হয়েছে।

১৮ মে দুপুরে পৌর শহরের বেলতলি বাজার এলাকা খাদ্য গুদামে ফিতা কেটে উদ্বোধন করেন জামালপুর-১ আসনের সংসদ সদস্য পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল কালাম আজাদ।
জানা গেছে, উপজেলায় চলতি বোরো মৌসুমে প্রতিকেজি চাল ৪০ টাকা দরে ১ হাজার ৫৮৬ মেট্রিকটন এবং ধান প্রতি কেজি ২৭ টাকা দরে ১ হাজার ২৭০ মেট্রিকটন সংগ্রহ নিধারিত করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলেয়মান হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুন্নাহার শেফা, মেয়র (ভার:) নূরে আলম সিদ্দিকী জুয়েল, উপজেলা খাদ্য কর্মকর্তা শাহিনা বেগম, খাদ্য গুদাম কর্মকর্তা (ভার:) মমিনুল ইসলাম তালুকদার প্রমুখ।