জামালপুরে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ অভিযান শুরু

ফিতা কেটে ধান-চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা প্রকৌশলী মো. মোজাফ্ফর হোসেন। ছবি: বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: ‘শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে।

রবিবার (১৫ মে) দুপুরে শহরের সিংহজানী খাদ্য গুদামে উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরানের সভাপতিত্বে ফিতা কেটে বোরো সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা প্রকৌশলী মো. মোজাফ্ফর হোসেন।

এসময় উপস্থিত ছিলেন জামালপুর জেলা পরিষদের প্রশাসক ফারুক আহাম্মেদ চৌধুরী, পৌর মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, জেলা খাদ্য নিয়ন্ত্রক শফি আফজালু আলম, সিংহজানী এলএসডির সংরক্ষণ ও চলাচল কর্মকর্তা উত্তম কুমার দাস প্রমুখ।

জানা যায়, সদর উপজেলায় বোরো মৌসুমে প্রতি কেজি চাল ৪০ টাকা দরে ১৬ হাজার ৪৪২ মেট্রিকটন এবং ধান প্রতি কেজি ২৭ টাকা দরে ৪ হাজার ৮৪৭ মেট্রিকটন সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।